আমি শান্তির খোজে ব্যস্ততা চাই

author-pawkythings
কারো সময় হয় না বোঝার,
নিজেকে বোঝাতে বোঝাতে মাঝে মাঝে  আর পারা হয়ে উঠে না।
আমার সব থমকে যায়,
আমার সব ঘোর কেটে যায়,
আমার সব হিসেবে আমার শুধু হেরে যাওয়া,
আমার সব কিছুতে আমার ই ক্ষতি,
আমি শুধু নিজের পাশে নিজে দাঁড়িয়ে থেকে নিজেকে সাহস দিয়ে যাই,
সবাই কে ছেঁটে ফেলতে চাই পাশ থেকে,
একা বৃক্ষমানব হয়ে থাকতে চাই।
আমার প্রান থাকবে,কিন্তু অনূভুতি থাকবে না।
আমার বুক মুচড়ে যাবে, কিন্তু আমার চোখ হবে লোহায় গড়া।
আমার চোখ ছল ছল করা কাকের চোখের মত পলক পড়বে কিন্তু কেউ বুঝবে না চোখের মাহাত্ম্য।
আমি বার বার নিজেকে ভিন্ন ভাবে নিজের কাছে দাঁড় করাবো।
আমি নিজের চোখে নিজে বার বার জিতে যাওয়ার চেস্টা করে যাব।
শান্তি পাই না কোথাও,
মন টা এত অশান্তি লাগে।
বসন্ত এসে গেছে,
ঝিরি ঝিরি বাতাস আমাকে অস্থির করে না,
আমার শুধু ক্লান্ত আর অবস লাগে।
আমি শান্তির খোজে ব্যস্ততা চাই,
ব্যস্ততা শেষে আমি আবার পাগলের মত হয়ে যাই।

তবু

আমি বার বার নিজেকে ভিন্ন ভাবে নিজের কাছে দাঁড় করাবো।
আমি নিজের চোখে নিজে বার বার জিতে যাওয়ার চেস্টা করে যাব।
লেখাঃ মাজেদ শায়লা

সম্পর্কিতপোস্ট

সম্পর্কিত পোস্ট

মন্তব্য করুন বা প্রশ্ন করুন ?

অনুসরণ করুন

error: Content is protected !!