আবহাওয়া অনুযায়ী শিশুর পোশাক কেমন হওয়া উচিত?
জ্বি ঠিকই শুনছেন।
আবহাওয়ার তারতম্যর জন্য শিশুদের পোশাক নির্ধারণ এ সচেতন হতে হবে।
কেননা ওরা নিজেদের সমস্যার কথা বা গরম ঠান্ডার কথা বুঝিয়ে বলতে পারে না।। আপনি সন্তান এর মা বাবা হয়ে থাকলে জ্বি আমাদের আজকের ফিচারটি আপনার জন্যই। তাহলে জেনে নিন আবহাওয়া অনুযায়ী শিশুর পোশাক কেমন হওয়া উচিত।।
শিশুর বয়স ০-২ বছর হোক আর ২ -৬ বছর, ওরা আপনাকে তার অনুভূতির কথা বলতে পারবে না।
??গরম কাল চলছে হয়তো শিশুকে হাফ হাতা টি শার্ট, স্লিভলেস জামা পড়াচ্ছেন কিন্তু বিকেলেই বৃস্টি ঝড়ে পড়ল আর আপনার কাছে আরাম লাগছে নাতিশীতোষ্ণ আবহাওয়ায়। ঠিক তখনি যদি আপনি শিশুর পোশাক পরিবর্তন না করেন দেখবেন পরের দিন জ্বর, ঠান্ডা, সর্দি,কাশি??।
?? রোদ এর তাপ কম বা বেশি বা বৃষ্টি হচ্ছে আপনাকে শিশুর দিকে খেয়াল রাখতে হবে।।
?? আবার আপনার বাসায় রোদের আলো কম ঢুকছে, শহরের বাসাগুলোতে ইদানিং রোদ কম ঢুকে,
সেদিকেও খেয়াল রেখে বাচ্চাকে পোশাক পরাতে হবে। যদি আপনার বাসার পরিবেশ তাপমাত্রা স্বাভাবিক থাকে তবে আপনি নরমাল জামা পরাতে পারেন কিন্তু অতি গরম হলে পাতলা সুতি জামা পরাবেন।। আর আপনার বাসা নিচতলা বা রোদ প্রবেশ না করে এমন হয় তবে গোসলের পর ভারী জামা পরাবেন।।
নইলে আপনার বাচ্চার ঠান্ডা লেগেই থাকবে।।
?? অতিরিক্ত গরম থেকে ও বাচ্চাদের ঠান্ডা লাগে।
সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে শিশু ঘামছে কিনা বার বার শিশুর গা মুছে দিতে হবে।।।
??শীতকালের ক্ষেত্রে শিশুকে প্রয়োজন অনুযায়ী শীতের পোশাক পরাতে হবে।
আজ হয়তো শীত কম পড়েছে আপনি আগের দিনের মত ভারী সোয়েটার পরিয়ে রেখেছেন আর শিশু ঘেমে একাকার।। এগুলো সার্বক্ষণিক তদারকির বিষয়৷
★★এইদিকগুলো মা বাবার খেয়াল রাখতে হবে।।
আরও পড়ুন: নবজাতকের জন্য করনীয়