আমি বোধহীন,
আমি মরে যাওয়া নদী।
আমি দিকহীন,
আমি না বলা কথা।
আমি শব্দহীন কান্না।
আমি ছুটে চলা মেঘ অজানা।
আমি গুলি বুকে লাগা যোদ্ধা।
আমি আহত আছড়ে পড়া পাখি, নীড়ে ফিরতে ব্যকুলতা যার।
আমি নীড় চেনা বিকেলের ঘরে ফেরা কবুতর,
ফেরার পথ বন্ধ করে উড়ে বেড়াই আকাশপথে।
আমি একা,
আমি ছিটকে পড়া তারা।
আমি অব্যক্ত ব্যথা।
আমি রাগ আমি অনুরাগ।
আমি নীরবতা,আমি ক্রোধ।
আমার অন্তরালে আমি।
©mazed shaila