সদ্য মা হওয়া মেয়েটির মনের কথা

জীবন মানেই সম্পর্ক। 

আর্টিকেলটিতে যা থাকছে -

সদ্য মা হওয়া মেয়েটির মুখ টা জ্বলে উঠল রে বাবা।

 

হুম, প্রায় চার থেকে পাচঁ মাস পরে মুখে ফেস ওয়াস দিলাম। যেদিন সিজারিয়ান সেকশন এর জন্য হসপিটালে গেলাম ওই দিন থেকে চার থেকে পাচঁ মাস আয়নার সামনে দাড়াঁইনি।

গোসল কিংবা একটু সুগন্ধি তা ও নয়।

নয় কোন গান শোনা।

হুট করে মুখের একটু ফেস ওয়াস দিতে রাফ ড্রাই মুখ টা জ্বলে গেল।

যাক বাবা। অনেক কথা তো শুনলেন।

আমার পরিচয়টা দেই।

আমি সন্ধ্যা। অনার্স মাস্টার্স।। গ্রেডিং টাও কম নয়। ৩.৬ আউট অফ ৪.০০।

বিয়ে করে সংসারি। ৩ বছর ঘুরতে মা।   ২ বছর ঘুরতে আবার মা। বিয়ের ৫ টি বছরে আমি ২ সন্তানের মা।

বয়স সবে ২৭। সার্টিফিকেট এ ২৬।

শাড়ি পড়া, আলতো সাজা কিংবা ঘুরে বেড়ানো আমার প্রিয় কাজ ছিল।

কিন্তু সংসারের বেড়া জ্বালে আমি ও আটপৌরে মা হয়ে গিয়েছি।।

আমি তো এককালে তরুণী, 

আকর্ষনীয়া ফিগারের অধিকারিনী ছিলাম। তবে এখন আর নই।

আমি কি তবে আমাকে ভালবাসি না? 

এর প্রশ্নের উত্তর তবে খুজঁতে হবে আমাকে!!!

কেন এত অবহেলা নিজেকে?

সব কিছুর শেষে কেন নিজেকে রাখা।।

দায়িত্বের বেড়াজাল কিংবা উৎসাহ না পেয়েই কি এমন?

নাকি মনের ভিতরের আমি মরতে বসেছে?

ফেসওয়াসের মুখ জ্বালা করা আজ অনেক কিছু ভাবাচ্ছে। রুদ্র, হেলাল, গোস্বামী আড়ালে পড়ে গেছে, রেসিপি কিংবা ঘর সজ্জার চাপে। 

 

সন্ধ্যা না হয় নামে,

কাজেও তো আমি অস্ত চলে যাচ্ছি।  দূর কি যে ভাবছি।

©mazed shaila

 

সম্পর্কিতপোস্ট

সম্পর্কিত পোস্ট

মন্তব্য করুন বা প্রশ্ন করুন ?

অনুসরণ করুন

error: Content is protected !!