সম্পর্কের সুতোয় বোনা ভালবাসা

জীবন মানেই সম্পর্ক। 

জীবন মানেই সম্পর্ক।

একটা সময় গন্ডি টা ছোট হতে হতে অনেক ছোট হয়ে যায়।
অনেক প্রিয় থেকে প্রিয় সম্পর্ক গুলো ও কমতে থাকে।
ছোট জন্ম থেকে মা, বাবা, নানা, নানী, দাদা দাদি, খালা, মামা, চাচা, ফুফু থেকে শুরু করে আরও সম্পর্ক গুলো ধীরে ধীরে ফিকে হতে থাকে। দিন শেষে প্রিয় মানুষ হয়তো দু একজন থাকে।
যাদের প্রিয় মানুষ অনেকে থাকে তারা ভাগ্যবান।
যাদের থাকে না তারা কি করে??
বাস্তবতাকে আলিংগন করতে পারে কয়জন?

 

মাধবীলতা গাছের মত কিছুকে জড়িয়ে বড় হওয়া কিংবা মায়ায় জড়ানো মানুষের স্বভাব।মায়া কাটানোর প্রক্রিয়াগুলো খুব কঠিন কিংবা বিশ্বাসঘাতকায় বার বার কস্ট পাওয়ার পর মায়া কাটে।


জীবন মানেই সম্পর্ক।  সম্পর্ক মানেই এফোর্ট। যে যত এফোর্ট দিবে ততই মজবুত।  এফোর্ট কিন্তু দুপক্ষের ই দিতে হবে।একপক্ষের দিতে দিতে ক্লান্ত ভাব এসে গেলে সুতোটা ছিড়ে গেল বৈকি!

ভালবাসার মায়ায় কাটুক জীবন।
©mazed shaila


সম্পর্কিতপোস্ট

সম্পর্কিত পোস্ট

মন্তব্য করুন বা প্রশ্ন করুন ?

অনুসরণ করুন

error: Content is protected !!